
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আর্গন ডেনিমস ও ইভিন্স টেক্সটাইল ৩০ জুন,১০১৯ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানি দুইটি বিইএফটিএন নেটওয়ার্কসের মাধ্যমে নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। আর সিডিবিএলের মাধ্যমে বোনাস শেয়ার বিও হিসাবে জমা করেছে।
উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে ইভিন্স টেক্সটাইল ১২ শতাংশ ও আর্গন ডেনিমস শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
বিনিয়োগ বার্তা//এল//