
সারা বিশ্বে করোনা ভাইরাস ( কোভিড ১৯ ) মহামারী আকার ধারণ করছে, তাতে অর্থনীতি বিপর্যস্ত হচ্ছে। এমন মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ৭৩ হাজার ৭৫০ টাকার আর্থিক সহায়তা প্যাকেজ দেশের অর্থনীতিকে সচল রাখতে সহায়ক ভূমিকা রাখবে। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর এই আর্থিক সহায়তাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে সম্ভাব্য হুমকির মুখে পড়া অর্থনীতিকে সচল রাখতে এবং আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক সহায়তা। বিশেষ করে ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরে চলতি মূলধনের যোগান এসএমই ক্ষাতের শিল্পে ৪ শতাংশ হার সুদে ঋণ ব্যবসায়ী সমাজকে নতুনভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনায় আশা যোগাবে। রপ্তানিকারকদের জন্য ১২ হাজার ৭৫০ কোটি টাকা তহবিল দেশের অর্থনীতিকে সচল রাখতে সহায়ক হবে।
এছাড়া রপ্তানিমুখী শিল্পের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধে আর্থিক প্রণোদনা এবং প্রি-শিপমেন্ট ক্রেডিট রিফাইন্যান্স স্কিম দেশের ব্যবসায়ী সমাজ ও স্থবির অর্থনীতিকে আলোর মুখ দেখাবে। এছাড়াও করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় এবং সামাজিক ও মানুষের জীবন মান উন্নয়ন ও রক্ষায় ঘোষিত তহবিল দেশের সাধারণ মানুষকে নতুন করে এগিয়ে যেতে সহায়তা করবে। তিনি আরো বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রীর এ ঘোষণা অত্যন্ত বিচক্ষণ ও সময় উপযোগী সিদ্ধান্ত। এই ঘোষণার মাধ্যমে সাধারণ জনগণ থেকে ব্যবসায়ী সমাজ দেশের প্রতিটি মানুষ নিজেদের উন্নয়ন ও দেশ গড়ায় অংশগ্রহণে ভরসা পাবে। তবে এসএমই ক্ষাতের পাশাপাশি নারী উদ্যোক্তাদের জন্য আলাদা সুযোগ সুবিধা থাকা জরুরি ছিল।
বিনিয়োগ বার্তা /মাসুদ/এবি